ওহে নিরুপমা

ওহে নিরুপমা,
তোমার তরে মোর নাহি কোনও উপম,
তুমি নিশি পরে ঘাসফুলে শবনম,
কি ইশারায় ডেকেছ মোরে, “ও প্রীতম” ।


     ওহে নিরুপমা,
চেহরা তোমারই পূর্ণিমা রাতে রূপসী,
ঝুমঝুম নাচে মঞ্জরী, ও হে প্রেয়সী!
বাঁশরী বাজে উদাসী, যৌবন সরসী ।


      ওহে নিরুপমা,
আনুপম হাসি হেসে প্রিয়তমা তুমি,
সৌরভ ছড়ালে হৃদয়ে তোমারে প্রেমি,
বাসনায় এসেছ তুঁহুঁ, আমার আমি ।


      ওহে নিরুপমা,
ক্ষণে ক্ষণে থেমে বাজে তোঁহার ঝুমকা ।
ঝুমুর নাচে নৃত্যে কাননের মল্লিকা ।
বিলোল দিশিতে তুমি রাতের চন্দ্রিকা ।


      ওহে নিরুপমা,
আমারই উরসে উলসিত অনুভব,
তোমারই লাবণ্যে মুখখানি অভিনব,
ঢলঢল, রাতুল গাল মোহিল সব ।


      ওহে নিরুপমা,
অন্তর অন্তরীক্ষে অন্তরিত আঁকন,
অমিয়া ছটাতে উন্মনা মোর মনন,
― যখন দেখি বিকশিত পদ্ম-আনন ।


      ওহে নিরুপমা,
অভিনব অভিরামে ফুটিল চামেলি ।
মোর হৃদয়েতে ভালবাসার কাকলি
আজি করিল অনুনয়, এই পেহলি ।


      ওহে নিরুপমা,
প্রখম যখন দেখি রূপের ঈশিতা,
অভিলাষ জাগে লিখিতে শুধু কবিতা ।
চেয়েছি শুধু আঁকিতে তোমার স্নিগ্ধতা ।


      ওহে নিরুপমা,
টকটকে গালে টুকটুকে ঠোঁটে বলা
― আজি তোমায় দিয়েছি এ হৃদয়মালা ।
― সে কথা তোমারই আমাকে দিয়েছে দোলা ।


      ওহে নিরুপমা,
অমেয় প্রেমে অমিয় কাব্যে এ অমিত
অম্বর― নবীন নবান্নে রূপ নমিত,
নর্তিত নলিন হ নহলী নহবত ।


২৬৴ কার্তিক৴ ১৪১১
গুলবাগ


৪২৷ অসঙ্কলিত