আমি শুধু প্রেমের

যদি কি তবে হৃদয়ে বেদনা বিধুরে

মুছে যায় শত স্বপ্ন যত ভালবাসা,

কুহেলিকা অনাগত ধ্বঙসের প্রহরে

ব্র্থ প্রেমের বাণীতে শুনায় নিরাশা ।

যদি ঝরে চোখে পানি ব্যথার নিঝরে―

বলি আমি কুহেলিকা, কেন তব আশা,

শিকল জড়াও পায়ে? ছেড়ে দাও মোরে ।

সমুখ আঁধারে কেন জাগাও হতকশা ?

পথের বাঁকে রইবে শত দুঃখ-জ্বালা;

মানবতার প্রেম কি তাই বলে মিছে?

ব্যথার দুয়ারে আজি শাশ্বত প্রেমের

বাণী পৌঁছাব আশায় । ভালবাসি বলা―

হৃদয় ছুঁয়ে বলব । থাকবে এ আশে―

আমার স্বপ্নভূবন শুধু তোমাদের ।

১৮৴পৌষ৴১৪১১

গুলবাগ

৪১৷ অসঙ্কলিত