তবুও তারে আমি পাই নি
তুমি চিরদিন রয়ে যাবে ধরা-ছোঁয়ার বাইরে।
তুমি পাশে থেকে কথা কবে; বুঝতে না পেরে কান
পেতে রব মুখটির কাছে;―যেন আঙুলে ঠোঁটেরে
স্পর্শ করে আমি চলে যাই বারবার আনচান
হৃদয়ের ভারে নুয়ে পড়া প্রেমিকারে খুঁজে পেয়ে।
শীর্ণ দূর্বাঘাস মুখে নিয়ে কোনো দুর্বল দুপুরে
মাঠ হতে উড়ে চলে গেছে
বাবুই, তার ছানার কাছে।
আঙুলে ফড়িঙের ডানায় প্রেমিকার রাখা টিপ;
জারুলের অন্ধকার বনে আলোছায়া মেশা ধুপ;
এইখানে কত কথা হত হৃদয় দিয়ে হৃদয়ে;
আমাদের চলাফেরা শেষ তার কথা মনে হয়ে।
তবুও তারে আমি পাই নি আঙুলে আঙুল ছুঁয়ে।
১ অগ্রহায়ণ ১৪১৩
সিদ্ধেশ্বরী