শব্দার্থে প্রপন্ন বিতৃষ্ণ জীবনে

  • ক্যাটাগরী: কবিতা

আমি হয়তো তুচ্ছ

আমার কল্পনা তো তত তুচ্ছ না

প্রাণাধিক প্রিয় সে কি প্রিয় হয় না কি তার দেহ

জীবনের চেয়ে গভীর আত্মিক প্রেম-প্রবঞ্চনা যদি কিছু থাকে

তোমার অস্তিত্বে জানান দেবে তা মৃদু কণ্ঠস্বরে নিয়মিত তুষ্টমানুষের দলে

খুঁজে মরেছে সে

প্রান্তিক বাস্তবে নিমগ্ন থেকেছে

তোমার আমার যা সুদৃঢ় প্রেম ছিল তা অজানা

তার পরও রাখ নি স্মৃতির বাহুল্যে জীবনসঞ্চয়ে পাঙ্কতেয় মনে

অবহেলা করে তুমি প্রতিদিন তুচ্ছতা-হীনতা দেখেছিলে বড়ো বেশিবড়ো করে

শুধু ক্লান্তি আসে

জীবনযাপন তাও মন্দ লাগে

নিজের ভেতরে জানা হয়ে গেছে নিজের তুচ্ছতা

ক্ষীণতা, লাঞ্চনা আরও আরও কত শব্দার্থে প্রপন্ন বিতৃষ্ণ জীবনে

ঈশ্বরের কাছে বিলম্বিত আয়ু প্রার্থনা করেছি কায়মনোবাক্যেস্বার্থপরতায়

২ অগ্রহায়ণ ১৪১৩