তন্দ্রাভিভূত বিমর্ষ মৌতাতের সমর্পণ
সেই রাখালকবিকে―
যে আমার হৃদয়ে কবিতার বীজ বুনেছিল,
যার বাঁশির সুর এখনও আমার হৃদয়ের চোরাকুঠুরিতে কি যেন তালাশ করে,
প্রথম যে আমাকে চিনিয়েছিল ঘাস-ফুল-নদী,
যে ছিল আমার বিমর্ষ শৈশবের
একমাত্র সুহৃদ।
সেই রাখালকবিকে―
যে আমার হৃদয়ে কবিতার বীজ বুনেছিল,
যার বাঁশির সুর এখনও আমার হৃদয়ের চোরাকুঠুরিতে কি যেন তালাশ করে,
প্রথম যে আমাকে চিনিয়েছিল ঘাস-ফুল-নদী,
যে ছিল আমার বিমর্ষ শৈশবের
একমাত্র সুহৃদ।