মৃত্যুমুখে
অভিমানী, অভিযানী রিক্ত হৃদয়।
কাঁপে আজি থরোথরো ভয় নির্দয়॥
নির্ভীক এই মনে জাগে বিস্ময়।
অজানা ত্রাসে অযথা কেনো সংশয়॥
পাথর-সঙ্কল্পে হেনে প্রতিরোধ।
দুর্বলতা সুযোগে করে অনুরোধ॥
আর জোরে জোরে বলে আমি নির্বোধ।
সুযোগ আসবে কবে নেব প্রতিশোধ॥
কণ্ঠ রুদ্ধ করে যতো দিন রবে।
নীরব নিষ্পেষণে বঞ্চনা পাবে॥
দ্রোহ যেখানে আস্থা প্রবল আঘাত।
বাকী সেনাদের সাথে আমি একমত॥
তাই ঝঙ্কারে হোক মোর উল্লাস।
পরিণত যুদ্ধের ক্ষিপ্ত আভাস॥
অন্যায় ইদানীং শিখেছে বিনয়।
আমাদের পদে পদে ডেকেছে প্রলয়॥
যারা দিয়েছে জীবন ন্যায়ের খাতিরে।
কখনও পায় নি কিছু মানবের দ্বারে॥
স্রষ্টার ভান্ডারে তার উপহার।
বহুগুণে বেড়ে গেছে বেড়েছে কদর॥
আমি সব বুঝেশুনে খর আক্রোশে।
অভিমানী মন নিয়ে হাঁটি বিদ্বেষে॥
ন্যায়ের তপ্ত শিখা জ্বলছে জ্বলুক।
আমাকে মৃত্যুমুখে সবাই দেখুক॥
১০ই জ্যৈষ্ঠ ১৪১১
ঢাকা কলেজ