বনে একটি মেযে

মন বসে না পাঠে

  • ক্যাটাগরী: কবিতা

পাঠচর্চায় দিয়ে ইতি
রচিতে বসি কতো ছবি!
নাহি মম মনোনিবেশ―
গাঁথি স্মৃতি সবিশেষ।
মন আমার ছুটে
ঐ-বকুলতলার ঘাটে।
ভাসে কতো চিত্র―
ছবিগুলো বিচিত্র।
আমারে শুধু টানে
ঐ-সবুজবীথির বনে।

বকুলসুবাস আমারে করে আকুল।
একলা মনটা নেচে ওঠে ব্যাকুল॥

পুস্তিকার কালো অক্ষর ফেলি
ও-পথ ধরে আমি ছুটে চলি
এক অজ্ঞাত মায়ায়।
মন বসে না, মন যে বসে না।
মুখে পাঠ যে আমার সরে না।

১৯শে চৈত্র ১৪১০
গুলবাগ