বালেগ কবির এহস়াস়

  • ক্যাটাগরী: কবিতা

ঘুরে ঘুরে ফিরে আসে হৃদয়ের কাছে মন।

প্রান্তিকের সাথে থেকে ভুলে যাওয়া অনুখন॥

কতকাল দূরে সরে কতজন ভালবেসে।

আত্মপ্রসাদ নিয়েছে ক্ষণিকের মোহে ভেসে॥

দুঃখ―যার জানি কোনো সমব্যথী নেই ভবে।

নির্জন অন্তর থেকে ভুলে গেছি তারে কবে॥

তুমি ভুলে গেছ যাকে সে কি মনে রাখে আর।

শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ অন্তরের দাবিদার॥

ধান-দূর্বা নিয়ে নিয়ে পথে পথে হাঁটি আমি।

বহু দূর প্রান্তরের বুক চিরে জাগে ভূমি॥

ভূমিকন্যা, তুমি রূপে বহুজন প্রশংসিত।

তবু নজ়রানা নয় এই প্রাণ ভূলুণ্ঠিত॥

আগে থেকে জেনে গেছি জীবনের অন্য মানে।

দৃশ্যহীন শব্দ শুনে জীবনে যা ডেকে আনে॥

মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ নেই।

যে সবুজ ঘুঘু দেখি তার মতো একা হই॥

নদীর শুকনো চর আর প্রাণময় নয়।

বহু দেরি হয়ে গেছে কেন পরে আসা, হায়॥

যদি কবি হয়ে মরি পৃথিবীতে থেকে থেকে।

যদি প্রেমিক না হই কোনো সুন্দরীর সুখে॥

আমার সময় শেষে পুঁজি হয়ে চলে যাব।

হাঁটতে হাঁটতে যেন শেষ বিন্দু খুঁজে পাব॥

এই কিছুকাল আগে তুমি সুন্দরীর মতো।

প্রাপ্তবয়স্ক পৃথিবী পেয়েছিলে একশত॥

৮ মাঘ ১৪১৩