নয়ন দুটোতে পানি প্রকাশ: January 25, 2020 ক্যাটাগরী: কবিতা সেই পথ চাওয়া,নাহি কোনো পাওয়া।শুধু ভালোলাগা―কোনো এক অভাগা।তবু শুধু চাহি―তারে পাই নাহি।আমি যে একেলাদাঁড়ায়ে অবেলা।এ-চাওয়ার নেই মানি।তবু কেনো না জানি―শুধু বারে বারে আনিনয়ন দুটোতে পানি? ১৬ই চৈত্র ১৪১০গুলবাগ