আরেক অহনার উৎসর্গ
বীর মুক্তিযোদ্ধা
ও
নিবেদিত সমাজসেবক মীর এ.কে.এম. গোলাম কাদেরকে উৎসর্গিত
সমস্ত পৃথিবী আমার ব্যর্থ হয়েছে কেনো?―এ-কথা কাউকে আমি প্রশ্ন করি নি। জীবনব্যথার সাগরে প্রথম কাগজের নৌকো ভাসাতে যিনি বলেছিলেন তাঁকে ক্ষণে ক্ষণে মনে পড়ে। এ-পৃথিবীর করুণ গহ্বরে যখন ব্যথাতুরা চোখে আমি ক্রমশ ডুবে যাচ্ছিলাম তখন চেনাজানা কাউকে দেখি নি আমার পাশে।
অচেনা একজনা সেদিন দুটো হাত ধরেছিলেন তাঁর দুটো হাতে। কেনো?―জানি নি। জেনে কী হবে? আমি শুধু জেনেছি―মানবতা এখনও মানবের। যিনি মানব তাঁকে আমি ভক্তি করি। আমার অঞ্জলিপূর্ণ ভক্তি তাঁর পদতলে।