যদি বলি

  • ক্যাটাগরী: কবিতা

 যদি বলি…

অনেক দিন হয়েছে তোমাকে দেখি নি। রূপসীপ্রিয়া

তাতে কি আবার ধরা দেবে? জীবনের এক অনুরণন

যদি অমনি থেমে যায়

কলমের সচল কালিতে কি তা এমনি আবার

জেগে উঠবে? যদি এমন হত…

মানসীপ্রিয়া কথা বলছে সাদা কাগজে

কালির তুলির আঁচড়ে।

বহমান কাল যেমন চিরদিনের

পথে হারায়

কথার বাণী যদি…

সে পথ খুঁজে পেত। জীবননদীতে যদি…

ছায়া পড়ে সুদূর আকাশের

আর মানসীর মুখের―কল্পনা যদি

মিশে যায় জীবনের প্রেমে, প্রেম কি তবে

কল্পনা ছেড়ে মানসীর চোখের ইশারা হবে?

যে আমি

     সে ইশারা

          খুঁজেছি এতটা কাল…

প্রেম আর প্রেয়সী যদি

কবিতা আর কবির হয় তবে কল্পনার সত্য

বাস্তবের হাত ধরে

               চলে।

১৮ কার্তিক ১৪১২

খিলগাঁও