বিপাশার পাশে

  • ক্যাটাগরী: কবিতা

মোহনায় মিশে গিয়ে বহতা নদী হারাল বিশালের মাঝে;

ফ়িরোজা আকাশ দূরে দাড়িম্বের দ্বীপ ফেলে না বুঝি কী বুঝে

অন্য পৃথিবীর খোঁজে গিয়েছে চলে জোনাকি-ডানায় মেঘ ভাসিয়ে।

সেদিন ঝিলের পানি দূর নীলিমার ছায়া এঁকেছিল বুক ছুঁয়ে।

অনেক দেখেছি তাকে―গত কালের সে মেয়ে―বিপাশার মুখ;

বাতাসে দীঘল চুলে ভুলে চুলবুল করে―আঁধারের সুখ।

লাল পাপড়ির ঠোঁটে লিখে এল ভালোবাসা কোন বুলবুলি ?

নীরব মুখের কথা চোখের চাহনি বলে রুপার দীপালি।

চোখের ভ্রুলতা যেন প্রশান্ত সাগরে ঢেউ,

বুঝেছি কেড়েছে মন চুপিচুপি পৃথিবীর কেউ।

বিপাশার পাশে বসে আলাপ করেছি কত―জলহীন ব্যথা;

ভুলায়ে দিয়ে অতীত, বর্তমান ভেবে গেল কালকের কথা।

ঝিকিমিকি আলো তাই, ধুপসাগরের তারা নামিছে দুপুরে,

অনুরাধা ভুল করে জড়ায়ে নিল নিজেকে মনের নূপুরে।

বিকেলের বিপাশা সে; পাশাপাশি বসে মোরা। পৃথিবী আঙুল

তুলেছে রঙধনু রঙে, ফেননিভ মুখে তার লাজের হিঙুল।

টলমল রূপে তুমি; বিপাশা বিদিশা হয়ে সাগরের শোভা,

পিয়ালায় মদিরা সে, পৃথিবীর পথে আসা―তুমি মনোলোভা।

২ বৈশাখ ১৪১২

গুলবাগ