লাবণ্য

নিরখিনু নিরজনে নিরাভরণ রূপে,
উন্মীলিত তব মুখে মুকুলিত গোলাপে,
স্নিগ্ধ কুসুমিতা পুষ্প বসন্তকলি হতে
মনোরম রূপে সাজে রবিকর প্রভাতে ।
আকাশে-বাতাসে দোলে কি নব আবির্ভাব !
কুসুমপেলব গালে তার কি অনুভব !
আজি শাখে শাখে ফুটে কোন রঙে মল্লিকা ?
― শুধু প্রাণে প্রাণে গাহে প্রেমের এ গীতবকা ।
তোমার নয়ান দেখে ওগো মনমোহিনী,
মনে হয়েছে আমার কি সুন্দরী হরিণি !
পলাশপাপড়ি ছুঁয়ে যে কোমলতা তুমি
জড়ায়েছে তব অঙ্গে ― মুগ্ধ হয়েছি আমি ।
দোদুল অলক ভালে পড়িছে ঝুলে কেন?
― চাঁদবদনে কি প্রভা! উছল হাসি যেন
আরও মোহিনী করেছে ওগো মোর পিয়ারী ।
আজি গুনগুন করে কুঞ্জে যত চঞ্চরী―
অধরে যে ফুল ছুঁয়ে দিয়েছে এ লাবণ্য
তোমারে― জানিয়ে দিল তাই মুখহিরণ্য ।
অঞ্চল চঞ্চল হয়ে বাতাসে যে দুলিছে ।
পায়ের মঞ্জীর কেন ফের মন ভরিছে ?
নিটোল নিপুণ মুখ পরশে ফিরে পাই,
কঙ্কণধ্বনি তোমার উদাসী হয়ে যাই ।
স্বরলহরী নিষাদে কি সুরে বাজে বাঁশি !
শাধবীলতা দুলিছে তাই তো ফিরে আসি ।
নমিত আননে তব এ লাবণ্য হয়তো,
কলকণ্ঠী কবির এ চোখে দেখা নয়ত ।
বাগানে বনবল্লরী বায়ুবিধূত বেগে
জড়াতে চায় অদূরে কাহারে― অনুরাগে ?
দক্ষিণাবহে তখন প্রাণের সাথে প্রাণ,
দোদুল দুলে হারায় অজানা অনুখন ।
রূপের চমকে আমি গুলালরাঙা ঠোঁটে
চেয়ে থাকি আপলক; লহর তো না কাটে ।
তোমার মাযাবী চোখে আমি হারিয়ে যাই ।
বিদিশা সেই লগনে ডেকেছি আমি এই
রূপের নন্দিতা, তুঁহুঁ মোর মনপ্রেয়সী ।
― হঠাৎ সে কথা শুনে মনহরা রূপসী
চুলের স্পন্দনে বলে, কেন এ আলোকন ?
তোমার কুন্তর কেন জাগিয়েছে স্পন্দন ?
মুখখানি কেন তব লাবণ্যস্রোতে বহে ?
মায়াবী আঁখি দুটো ঐ কেন বলিতে চাহে ?
― আসো হৃদয়গভীরে, প্রেমের চিরতরে ।
কেন বুঝ না তোমারে তুমি রূপবাহারে ?
চোখে তোমার যে দীপ্তি দেখেছি আমি ভানে;
মধুর করে বলেছে তা অলি কানে কানে ।
মধুরিমা যে লাবণ্য ফুটেছে তব মুখে,
ছরচ্ছল যে তরঙ্গে উঠিছে মোর বুকে
যত গভীর স্পন্দন; আজি সঙ্গীতরাগে
কেন তব এ আরতি? প্রেমের অনুরাগে―
নিরবধি চেয়ে থাকি তোমারই মুখপানে ।
এখন সাঁঝের কালি নামিছে নিরজনে ।
কানবালা দুই কানে তোমার যে দুলিছে―
রুদ্রবীণা হৃদয়ের কোন সুরে বাজিছে ?
সুরের সুরেরা কণ্ঠে ওগো তুমি লাবণ্য,
ঢলঢল মোহে তুমি হৃদয়েতে বরেণ্য ।
বাতাবী রেবুর সুবাসে বাদিত্রের বাদনে
বাদিত বাদিনী যখন বেঁধেছে যে বন্ধনে
তাহারে জড়ায়ে আমি তখন দিয়েছি চুম ।
― থরথর শিহরণে লাবণ্য অনুপম ।
বলি, তোহারি লাবণ্য হৃদয়ছন্দে বাঁধা;
বারে বারে মনে হয় তুমি মোর রাধা ।


২৭৴ পৌষ৴ ১৪১১
গুলবাগ


৪৫৷ অসঙ্কলিত