কেন অমনি চাহিল
ও কেন আমারি পানে অমনি চাহিল―
সবুজ বনানীঘেরা পথে যেতে যেতে?
যেমনি পূর্ণিমা চাঁদ অন্ধ রজনীতে
কুমুদী ছড়ায়ে মায়া হয়ে প্রকাশিল।
কেন অমনি অধরে ফুল বিকাশিল?
বারে বারে মনে পড়ে মোহিনী প্রভাতে―
বঁইচিবনে বায়ুসনে সুরভি ছোঁয়াতে।
কেন যে নূপুরধ্বনি হৃদয় হারিল?
কেন যে হারিয়ে যাই চোখে চোখ রেখে?
কি জানি কী হয়ে যায় শুধু তারে দেখে?
কি মোহ করে উদাসী―বলা তো হল না।
প্রেমপবন বহিছে অমনি চেয়ো না।
মন চায় শুধু তারে নিয়ে গানে গানে―
স্বপ্ন হয়ে যাই আমি অসীমের পানে।
১১ শ্রাবণ ১৪১১
দুপুর ১:১০, গুলবাগ