হেঁটে যেতে ডাকিল সে
হেঁটে যেতে পৃথিবীর পথে ডাকিল সে,
এত মায়া ডাকি গেল মোরে সোহাগী সে,
পদতলে ঝরা ফুলরেণু―আমার সে,
পাপড়ির মতো নম্র ঠোঁটে বলে গেল―
যদি মাত ভালোবাসো মোরে একপল।
কত কবি হেঁটেছে এ পথে শান্ত শ্বাসে,
কত প্রিয়া কবিরে দিয়েছে অবশেষে সুখ।
মেঠোপথে ভালোবাসা নিয়ে আমি ও সে
হারিয়েছি অজানা প্রান্তরে―দুটো বাঁধা কাঁখ।
মনে মনে চেয়েছি তোমারে নিরিবিলি পেতে,
পৃথিবীর কোনো এক পথে অবিরত প্রাতে
চলে যেতে।
প্রেমিকার হাত ধরে তাই অজানার
বিনোদিয়া শিশিরের বুকে রেখেছি পা।
কখনও অবুঝ শ্যামল সে অঙ্গের
মোহরূপে আমাকে জড়ালে, দিলরূপা।
আরবার ভালোবাসি বলে নিয়ে যাও,
বহমান নদী হয়ে তুমি মোর হও।
২১ চৈত্র ১৪১১
গুলবাগ