সব শুধু ছলনা
আমি নিদ্রিত-নিদ্রিতার কবি―
নিখিলপানে জেগে ওঠা রবি।
আমি ফুটিয়ে তুলি যতো ছবি―
দৃশ্যমান এ-জগতে, তার সবই।
জগৎপারের সব শুধু ছদ্মে―
অবগুণ্ঠিত নোতুন এক পদ্মে।
রক্ত-মাংসের গড়া সব কায়া
গড়িয়া তোলে নোতুন এক মায়া―
নিজেরে লুকায়ে, পশ্চাতে ছায়া―
কণ্টকহীন নোতুন এক কেয়া।
এ-জগতের সব শুধু ছলনা―
বাক্প্রবাহের নেই কোনো তুলনা।
১৫ই চৈত্র ১৪১০
গুলবাগ