শ্রাবণকাজল
বহু দিন পরে কেন যে এ মন ভরে
মোর হৃদয়ের সুরে?―জানি না, জানি না।
হৃষিত হিল্লোলে হিয়া মোর আজি হারে;
চঞ্চল ঠোঁটে আভায় বুঝেও বুঝি না;
শরৎ-শেফালি সুবাসে মন মোর কাড়ে;
চপল অধরে হাসি মিলিয়ে মিলে না;
ভাসা ভাসা প্রেমকথা মোর হৃদি জুড়ে;
অধরামৃত পানের হোক না সূচনা।
সুনয়না, তব চোখে শ্রাবণকাজল,
তব তরে মোর সব মধুর কাকলি।
তোমারি পরশে আজি ফুটিল পারুল।
আমারি কবিতাবীথি―প্রার্থনা, প্রাঞ্জলি
তুলে, তোমারি সরস গভীরতা পাবে।
বলো না হে চন্দ্ররেখা, কবে মোর হবে?
৭ আশ্বিন ১৪১১
গুলবাগ