লাল ঠোঁট

শীরিন অধর

  • ক্যাটাগরী: কবিতা

নব চিত্ত আজি বিমোহিত
                   নব সুরে;
মম হৃদি আজি বিহ্বলিত
                   তব তরে।
পথমাঝে আজও সেই হাসি
                   মনে পড়ে:
শান্ত সুহাসিনীর আনন
                   মনে ধরে।

প্রেমপ্রভঞ্জনে আজি সব
                   একাকার।
শমী, সে রমণীর মুক্তবেণী
                   মেলা ভার।

শীরিন অধর শোণিমায় শোভাময়ী।
শ্রীমতি, দাও হে শরণ মোরে এমতি
―যেমতি অরুণা অঙ্গে তুমি মায়াময়ী,
―যেমতি হরষ জাগে দেখিলে মালতী।

এতো বিরতি আর সয় না―
                   পথপারে।
বর্ণে বর্ণে বর্ণিলে সুবর্ণা,
                   মন ভরে।

অরুণিমা ঠোঁটে খুঁজে যেনো
                   পাই তারে।
শীরিন অধর নিয়ে কেনো
                   বারে বারে,
সে যে আসে মম মন পাশে
                   ইচ্ছে করে?
মুহূর্তে নিমেষে আজি মন
                   নিলে কেড়ে।
অরবিন্দশোভা মন মোর
                   মত্ত করে।

১০ই আষাঢ় ১৪১১
গুলবাগ