যে কথা বলার ছিল

আমার যে কথা বলার ছিল― বলা হল না ।
তোমার সে কথা শোনার ছিল― শোনা হল না ।
যখন সময় হল যাবার― কিছুটা আগে;
দু জনে বসেছি পাশের পাশে নব আবেগে ।
রূপের শরাবে শেষ চুমুক দেবার ছলে
হাসিন বদনে চাইছি শুধু চোখের জলে ।
ব্যথা ছিল মোর বিদায় কালে চলে যাবার;
কথা যে হল না তোমার সনে― ভালবাসার ।
যখন চেয়েছি হৃদয়সুধা কষ্টিপাথরে
(খাঁটি বলে কথা) যাচাই করে দিতে তোমারে,
― দুজনারি কথা দুয়ের ঠোঁটে বল নীরবে ।
তবু মন জানে এ ভালবাসা কত দুর্লভ ।
বলি নি তোমারে ―  এ হাতে হাত রাখবে কি না ্
অপূর্ণ প্রণয় খেয়ালি ভুলে পূর্ণ হল না ্
নীরব ক্রন্দন চোখের জল হয়ে বেরুল ;
প্রবাহিত নদি সাগর পানে নাহি বহির ।
কেন যে হল না বলা তোমারে হৃদয়-আকুতি?
― সুন্দর-শ্যামল অঙ্গে তোমার দেখে সেঁজুতি ।
মায়াবীণে তুমি সুরের মোহে বিমুগ্ধ করে,
দিয়েছি সবই শুধু না বলি তোমারই তরে ।


৪ঠা৴ ফাল্গুন৴ ১৪১১
খিলগাঁও


৪৪৷ অসঙ্কলিত