দু হাত এগিয়ে এসো
জান তো এ মন তবু ভালোবেসেছিল নারী নিশার বন্ধনে,
মহুয়া ফুলের গন্ধ, মাতাল পৃথিবী আজ পড়িছে স্মরণে।
উড়িয়ে স্বপ্ন সেদিন এখানে বসে দুজন এঁকেছি আলপনা,
সমীর দিয়েছে দোলা; সুন্দর পৃথিবী মোর―আমার কল্পনা।
মনের যে ভালোবাসা প্রিয়তমা আশা দিয়ে এনেছিলে বুকে;
তুমি যে আমার হলে মুখে-বলা-কথা শুধু বলেছিলে সুখে।
সমুদ্র-পৃথিবী-নদী গভীরতা মেপে গিয়ে হারিয়েছে সেথা;
ঝিলিমিলি স্বপ্ন ভাসে, দুহাত এগিয়ে এসে বলে রূপকথা।
সে স্বপ্নের শাহজ়াদী―আস়মানফেরা পরী;
আজব হাল আমার, বুঝি নি আমি কী করি?
সুন্দরের সোম তুমি, মনে আঁকা তস়বীর―পৃথিবী ভুলানো;
তুমি যে আমার হলে―রাতের স়েতারা বলে, হৃদয়ছোঁয়ানো।
রাজীব পুকুরে ভেসে, পাপড়ির হাসি হেসে বলেছে―সুন্দরী তুমি,
মহিম আলোতে গড়া আমার স্বপ্নভুবন―সেথাকার পরী তুমি।
বর্ণিল পৃথিবী সাজে সুনীল আকাশ মাঝে;
রোদেলা দুপুরবেলা, আলোতে ছায়ার খেলা;
হারাতে ইচ্ছে আমার বিকেলের পরে সাঁঝে;
ভালোবাসি তাই আমি তোমার প্রেমে উতলা।
২০ জ্যৈষ্ঠ ১৪১২
গুলবাগ