কেন অমনি করে চাওয়া
এমনি আলোর ঝর্নাধারা,
এমনি প্রেমে হৃদয়হারা,
এমনি মেয়ে কমলপারা,
কেন এমনি করে চাওয়া?
যেন একটু করে পাওয়া।
অমনি ঠোঁটে চুমু হেসে,
অমনি চোখে হৃদয় ভাসে,
অমনি করে ভালো তো বাসে।
অমনি রাতুল গালে,
অমনি শর্মা লালে,
চাঁদ হেসে যায় অমনি ভালে।
কেন অমনি করে চাওয়া?
যেন একটু করে পাওয়া।
এমনি শ্রাবণ ঝরে―
অমনি নয়ননীরে―
মুক্তো কেন খসে পড়ে?
অমনি অধর কাঁপা,
কানেতে দোলনচাঁপা।
অমনি শুভ্র মোহ―
কেন বারে বারে কহে―
কেন অমনি করে চাওয়া?
অমনি হরিণচোখে―
অমনি মায়ার দুখে―
যেন আপন করে পাওয়া।
কেন অমনি হৃদয় দোলে
অমনি দিশেহারা কুন্তলে?
বাতাস যেন বলে
এই রজনীফুলে
সুরভিত ঐ ললনা।
অমনি রূপের গায়ে
উদাস করা মোহে
কেন অমনি করে চাহে?
অমনি করে সব হল,
অমনি বেলা তো গেল ।
অমনি তাহার চোখে
আমার দৃষ্টি রেখে
আনমনেতে খুঁজে বেড়াই।
তারে কেমন করে জানাই―
তাহার অমন হাসি
মধুর করে বাসি।
আমার হৃদয় ভরে
আমায় মুগ্ধ করে
অমনি তাহার প্রেমে।
কেন অমন করে চাওয়া?
যেন একটু করে পাওয়া।
২৬ ভাদ্র ১৪১১
গুলবাগ