এ আমার বাঙলা
কুয়াশায় ঘেরা পথে একলা চলেছি,
ঘাসের বুকে শিশির জমেছে কখন?
কোমল ছোঁয়া আবার যেন জড়ায়েছি ।
পিছু ফিরে দেখি নি যে― স্নিগ্ধ তব মন ।
বৃষ্টিতে আমি ভিজেছি― কথাও বলেছি ।
সোনালি ধানের জমি বায়ু-বাঁশি-ক্ষণ,
হারায়ে গিয়েছি আমি ভুলেছি আপন ।
অঘ্রানের ভেজা মাঠে নিজেকে খুঁজেছি ।
নিঃসঙ্গ পৃথিবী যেন সঙ্গী করে মোরে ।
ঘুঘু-ডাকা-ফাঁকা মাঠ― না তো আমি না তো
সে দিন যাই নি চলে নিজে ইচ্ছে করে ।
এখানে শুধু অদূরে আবছায়া কত!
জেনেছি যখন আমি এ আমার বাঙলা―
হেমন্তশিশিরে গাঁথি সুরে টানা মালা ।
৪৴অগ্রহায়ণ৴১৪১১
গুলবাগ