আমি ইসফানদিয়র আরিওন।
১১ই আষাঢ় ১৩৯২ বঙ্গাব্দ মোতাবেক ২৬শে জুন ১৯৮৫ ঈস়ায়ী সনে দেহ ধারণ করেছি বাঙলাদেশের পূর্ব কোলে ফেনী জেলার সামান্য এক গাঁয়ে; ঘুঘুডাকা, মন-কেমন-করা তেজস্বী এক দুপুরে। গাঁয়ের নাম পূর্ব দেবপুর।
কাছের মানুষের নিয়ত অবহেলায়-অবজ্ঞায় আর নাতিদূরের মানুষের ভালোবাসায় তড়তড় করে পার হয়ে গেছে আমার শৈশব ও কৈশোর। স়াকিন কখনও ফেনী, কখনও ঢাকা, কখনও বিদেশ-বিভুঁই। একটা সময় এমন ছিল—যখন নাম-না-জানা অসংখ্য পাখির কূজনে জেগে উঠেছি, কোনও এক রাখালিয়া মাঠে রাখালকবির সাথে হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছি, দু পায়ে রাজ্যের ধুলো নিয়ে মস্ত বড়ো এক মধ্যাহ্নে বুকের মধ্যে উথালপাতাল দুন্দুভি বাজিয়েছে বনকপোতের ডাক। পাখসাটে নেমে আসা সন্ধ্যায় বুকভরা আরও কিছুক্ষণ থাকতে না-পারার অতৃপ্তি নিয়ে ফিরে এসেছি সেই কুঁড়েঘরে। নাছপুকুরে নেমে ঝুপ করে ডুব দিয়ে পেরিয়ে গেছি বহমান সেই সময়।
তেরো বছর বয়সের এক কুয়াশাচ্ছন্ন গোধূলিতে লিখেছিলাম প্রথম কবিতাখানি—আরবী ভাষায়। সব কিছু সমাপতন হয়তো, অথবা অবাংমানসগোচর, নতুবা অবাঞ্চিত। আরবী শায়েরীর হাত ধরেই একদিন শুরু হয়েছিল বাঙলায় কবিতাচর্চা, ফ়ারস়ী-উর্দুতে শায়েরীর মশ্ক্ আর ফ়রাসীতে কবিতার অভিজ্ঞা। বাঙলা, আঙরেজী ছাড়াও অনর্গল বলতে পারি হিন্দী, উর্দু, ফ়ারস়ী, আরবী, ডয়েচ, ফ়রাসী। রুশ, চীনা, এসপানিওল, ইবরানীর প্রাতিষ্ঠানিক পড়াশোনা চলছে মাঝে মাঝে। লেকিন বাগ্দেবী নেমোস়িনি এখনও প্রসন্ন হয়ে উৎস পান করান নি। তাই সেভাবে বলতে পারি না। ব্রাহ্মী, আভ়েস্তা, পাহলভ়ী, নেওয়ারী, আরামীসহ প্রায় পঞ্চাশেক কোরা ও আনকোরা লিপি লিখতে-পড়তে শিখেছিলাম কৈশোর ও তৎপরবর্তী দুর্দান্ত দিনগুলোতে।
পড়াশোনার ইচ্ছে গোড়াতেই মরে গিয়েছিল। তবুও আম্মিজানের তর্জনীর হেলনে পড়তে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান। পরে জর্মন মুলুকে পড়েছি Biomedizinische Technik ওরফে জৈবদাওয়াই প্রযুক্তি। তা অসমাপ্তই থেকে গেছে। বহু প্রাচীন সে পরিচয়, সেই যে জাদুর মায়ায় আটকে থাকা সময়—ভাষা, কবিতা, গ়জ়ল, শায়েরী, কড়চা, কেচ্ছা আজও ছাড়তে পারি নি। হয়তো পারবও না। কারণ, সে তো মরুতৃষা। কারণ, সে যে বনজ্যোৎস্নার ঘ্রাণ, সে যে চাঁদোয়ার তলে উদাম উঠোনে আমার কেচ্ছাকার দাদুর মায়াবী গল্পের ছটা। এই তো আমার এবড়োথেবড়ো জীবনের একপ্রস্থ বায়নাক্কা।
কাজকর্ম
আষাঢ় ১৪২৪ – ফাল্গুন ১৪২৮ সহকারী পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা
শ্রাবণ ১৪২৯ – আশ্বিন ১৪২৯ সহকারী সম্পাদক, বণিক বার্তা, ঢাকা
শিক্ষাদীক্ষা
- ১৪০৯ — মাধ্যমিক, খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা
- ১৪১১ — উচ্চ মাধ্যমিক, ঢাকা কলেজ, ঢাকা
- ১৪১৩ — আবৃত্তির প্রশিক্ষণগ্রহণ, কণ্ঠশীলন, ঢাকা
- ১৪১৭ — স্নাতক, অণুজীববিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
- ১৪১৮ — রুশ ভাষা, রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
- ১৪১৯ — চীনা ভাষা, কনফ়ুস়িয়াস় ইন্স়্টিটিউট, এন.এস.ইউ., ঢাকা
- ১৪১৯ — ফ়রাসী ভাষা, আলিয়ঁস় ফ়ঁস়েজ় দো ঢাকা
- ১৪১৯ — জর্মন ভাষা, গোয়েটে ইন্স়্টিটিউট, ঢাকা
- ১৪২১ — ডে.এস়.হা., ইলমেনাউ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জর্মন মুলুক
- ১৪২৩ — জৈবদাওয়াই প্রযুক্তি, ইলমেনাউ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জর্মন মুলুক
- ১৪২৮ — স্নাতকোত্তর, জাপানিজ স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
শিক্ষকতা
- ১৪১১-১৪১৮ রসায়ন ও গণিত, ঢাকা
- ১৪১৬-১৪১৮ আরবী ভাষার প্রশিক্ষণপ্রদান, ঢাকা
- ১৪১৮-১৪২০ জর্মন ও চীনা ভাষার প্রশিক্ষণপ্রদান, ঢাকা
বক্তৃতা ও আলোচনা
- মাঘ ১৪১৭ পরাধীন দেশের সাহিত্য ও জনসংস্কৃতির লড়াই, ঢাকা
- ফাল্গুন ১৪২১ Goethe: ein Universalgenie, ইলমেনাউ, জর্মন মুলুক
- ফাল্গুন ১৪২৩ অনুবাদ-, প্রতিবর্ণায়ন- ও সমরকৌশল, বিডিএস়এফ়, ঢাকা
- ভাদ্র ১৪২৪ লেখালেখির কর্মশালা, বিডিএস়এফ়, ঢাকা
- আশ্বিন ১৪২৪ ভাষার জগৎ হতে ঘুরে আসি, বিডিএস়এফ়, ঢাকা
- আষাঢ় ১৪২৪ লালন ফকীর কে গীত, ভাবনগর সাধুসঙ্গ, ঢাকা
- অগ্রহায়ণ ১৪২৬ ইসফানদিয়র আরিওন, কবি, Young Nite, ATN NEWS, ঢাকা
- ২৭শে ভাদ্র ১৪২৮ ছন্দিত নন্দিত, BTV
- ১৯শে চৈত্র ১৪২৯ নিজের সম্পর্কে দেশ রূপান্তরে
- ২১শে চৈত্র ১৪২৯ উর্দু কবি স়লিমুল্লাহ ফ়েহমির মাশরিক অনুবাদ-অভিজ্ঞতা, বিডিএস়এফ়, ঢাকা
আমাকে নিয়ে প্রতিবেদন
- এ যুগের ড. মুহাম্মদ শহীদুল্লাহ > তৌহিদ এলাহী > ঢাকা টাইমস > ২১শে আগস্ট ২০১৭
- বলতে পারেন বিশ ভাষায় বোঝেন পঞ্চাশের বেশি > এনাম-উজ-জামান > দেশ রূপান্তর > ৩০শে মার্চ ২০২৪
প্রকাশনা
- লিপিকার > প্রান্তস্বর > ৩য় বর্ষ > ৫ম সংখ্যা (ফ়েব্রুয়ারী ২০১১)
- সাহিত্যে উপনিবেশোত্তরবাদ > অগ্রবীজ > ৪র্থ বর্ষ > ১ম সংখ্যা (২২শে শ্রাবণ ১৪১৮/৮ই আগস্ট্ ২০১১)
- বেহালারা > দৈনিক কালের কণ্ঠ > শিলালিপি > ২৭ জ্যৈষ্ঠ ১৪১৮/১০ জুন ২০১১
- এই পৃথিবীর কাছে জীবনের কী চাওয়া-পাওয়া আছে > দৈনিক কালের কণ্ঠ > শিলালিপি > ২৭ জ্যৈষ্ঠ ১৪১৮/১০ জুন ২০১১
- শস্তা রাতের কেচ্ছাদার > দৈনিক কালের কণ্ঠ > শিলালিপি > ২৭ জ্যৈষ্ঠ ১৪১৮/১০ জুন ২০১১
- এদোয়ার্দ্ স়াঈদের জন্য মর্স়িয়া > শব্দগুচ্ছ > সংখ্যা ৫৩/৫৪
- ইসফানদিয়র আরিওনের কবিতা > এগারোটি কাঠগোলাপ > জলভূমি > ৯ ফাল্গুন ১৪১৮/২১ ফ়েব্রুয়ারী ২০১২
- অগ্নিবিম্ব > ইসফানদিয়র আরিওন > জলভূমি > ৩১ ফাল্গুন ১৪১৮/১৪ মার্চ ২০১২
- এমে স়েজ়েরের কবিতা > খোয়া যাওয়া শরীর > ভাষাবদল : ইসফানদিয়র আরিওন > এই দেশ > চর্চাপাতা > ৭ আশ্বিন ১৪১৯/২২ স়েপ্টেম্বর ২০১২
- ইসফানদিয়র আরিওনের পাঁচটি কবিতা > জলভূমি > ২৫ আষাঢ় ১৪২০/৯ জুলাই ২০১৩
- বিচিত্র ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার শিক্ষাকেন্দ্রের ইতিহাস > ভাবনগর > ৮ম সংখ্যা (ডিস়েম্বর ২০১৭)
- ধ্রুপদী গ্রীক ভাষার উচ্চারণ ও পাঠ-সহায়িকা > প্লেটো ক্রাতিলাস় অনুবাদ: আমিনুল ইসলাম ভুইয়া > পাঠক সমাবেশ ২০১৮
- হিন্দী অনুবাদে লালন সাঁইয়ের গানের সংকলনগ্রন্থ > কমল-কোঠা > লালন একাডেমি ২০১৮
- শেখ হাসিনার পরিবারের যেমন গল্প তেমনটা তো গ্রীক পুরাণ বা ট্রাজেডিতেও নেই > ভাবনগর > ১০ম সংখ্যা (ডিস়েম্বর ২০১৮)
- শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয় > দৈনিক কালের কণ্ঠ > ২৭ মাঘ ১৪২৫/৯ ফ়েব্রুয়ারী ২০১৯
- অভিধান প্রসঙ্গে দু কথা > রকমারি ব্লগ > ১৯ অগ্রহায়ণ ১৪২৭/৫ ডিস়েম্বর ২০২০
- সাতজন বীরাঙ্গনার কাহিনী > বাংলা একাডেমি বার্তা > অক্টোবর-ডিসেম্বর ২০২০
- ইয়োহান ভ়ল্ফ়্গাং ফ়ন গোয়েটে > অনুবাদ > ভাষাবদল : ইসফানদিয়র আরিওন > বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা > প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, মার্চ ২০২১
- সাহিত্যে আদরণীয় কিন্তু ইতিহাসে বঞ্চিত এক নারী > সিল্করুট ৫১৮ > বণিক বার্তা > ২৫ শ্রাবণ ১৪২৯/৯ই আগস্ট ২০২২
- বঙ্গবন্ধুর অকৃত্রিম এক বন্ধু স্যার টমাস উইলিয়ামস > প্রথম তদন্ত > বণিক বার্তা > ৩১শে শ্রাবণ ১৪২৯/১৫ই আগস্ট ২০২২
- প্রাথমিক প্রতিবেদনের সংক্ষিপ্তসার > প্রথম তদন্ত > বণিক বার্তা > ৩১শে শ্রাবণ ১৪২৯/১৫ই আগস্ট ২০২২
- কাশ্মীরি শালের সুলুকসন্ধানে > সিল্করুট ৫২০ > বণিক বার্তা > ৮ই ভাদ্র ১৪২৯/২৩শে আগস্ট ২০২২
- মেহেরমাহ খানমের হজযাত্রা > সিল্করুট ৫২১ > বণিক বার্তা > ১৫ই ভাদ্র ১৪২৯/৩০শে আগস্ট ২০২২
- বিবি রাহিলা খাতুনের সফরনামা [কাহিন মাশরিক] > সিল্করুট ৫২১ > বণিক বার্তা > ১৫ই ভাদ্র ১৪২৯/৩০শে আগস্ট ২০২২
- বন্দর আব্বাসে ইংরেজ বেনিয়া > সিল্করুট ৫২২ > বণিক বার্তা > ২২শে ভাদ্র ১৪২৯/৬ই সেপ্টেম্বর ২০২২
- আরবি সংগীতের ভুলে যাওয়া অতীত > সিল্করুট ৫২৪ > বণিক বার্তা > ৫ই আশ্বিন ১৪২৯/২০শে সেপ্টেম্বর ২০২২
- চিকনদার ও লস্কর হয়ে বাঙালির আমেরিকা যাত্রা > প্রবসতি ১ > বণিক বার্তা > ১০ই আশ্বিন ১৪২৯/২৫শে সেপ্টেম্বর ২০২২
- বাংলার ‘দ্বিতীয় নবাব’ > সিল্করুট ৫৪২ > বণিক বার্তা > ২৪শে মাঘ ১৪২৯/৭ই ফ়েবরুয়ারি ২০২৩
- হায়দরাবাদের চান্দা বাইয়ের কিংবদন্তি > সিল্করুট ৫৭০ > বণিক বার্তা > ১৫ই কার্তিক ১৪৩০/৩১শে অক্টোবর ২০২৩
- ইউসুফ ইদ্রিস (মিসর) > সস্তা রাতগুলো > আরবি থেকে অনুবাদ > যুক্তস্বর: একটি ষাণ্মাসিক অনুবাদ সাহিত্য পত্রিকা > মধ্যপ্রাচ্যের সাহিত্য সংখ্যা > তৃতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা> জানুয়ারি ২০২৪
- মাহমউদ দারউইশ (ফিলিস্তিন) > ওটা স্বদেশের ছবি আর এটা দেশপ্রেমিকের আত্মহত্যা > আরবি থেকে অনুবাদ > যুক্তস্বর: একটি ষাণ্মাসিক অনুবাদ সাহিত্য পত্রিকা > মধ্যপ্রাচ্যের সাহিত্য সংখ্যা > তৃতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা> জানুয়ারি ২০২৪
- তৈয়ব স়ালিহ (স়ুদান) > উত্তরে দেশান্তরের মৌসুম > আরবী থেকে অনুবাদ > দেশ রূপান্তর ঈদ সংখ্যা ২০২৪
বইপুস্তক
- ফাল্গুন ১৪১৩, “আরেক অহনা”, ঢাকা, বাঙলাদেশ
- পৌষ ১৪২২, “তন্দ্রাভিভূত বিমর্ষ মৌতাত”, প্রতিভাস প্রকাশন, কলকাতা, ভারত
- মাঘ ১৪২৫, “শেখ হাসিনা: যে রূপকথা শুধু রূপকথা নয়”, বাংলা একাডেমি, ঢাকা, বাঙলাদেশ
- ফাল্গুন ১৪২৫, “জমজমাট গায়েবানার হাজিরায়”, পাঠক সমাবেশ, ঢাকা, বাঙলাদেশ
- কার্তিক ১৪২৬, “হংসমিথুন ভেসেছে বেহেশ্তী জলে”, অন্যধারা, ঢাকা, বাঙলাদেশ
- ভাদ্র ১৪২৭, ‘‘السلام والوئام’’, গৌরব প্রকাশন, ঢাকা, বাঙলাদেশ
- ভাদ্র ১৪২৭, ‘‘शांति और सामंजस्य’’, গৌরব প্রকাশন, ঢাকা, বাঙলাদেশ
- ভাদ্র ১৪২৭, ‘‘Frieden und Harmonie’’, গৌরব প্রকাশন, ঢাকা, বাঙলাদেশ
- ভাদ্র ১৪২৭, ‘‘صلح و هماهنگي’’, গৌরব প্রকাশন, ঢাকা, বাঙলাদেশ
- জ্যৈষ্ঠ ১৪৩০, “শেখ আকিজ উদ্দিন: জীবন ও সময়”, (সম্পাদনা) বিজবাংলা মিডিয়া লিমিটেড, ঢাকা, বাঙলাদেশ