আমি ইসফানদিয়র আরিওন।

১১ই আষাঢ় ১৩৯২ বঙ্গাব্দ মোতাবেক ২৬শে জুন ১৯৮৫ ঈস়ায়ী সনে দেহ ধারণ করেছি বাঙলাদেশের পূর্ব কোলে ফেনী জেলার সামান্য এক গাঁয়ে; ঘুঘুডাকা, মন-কেমন-করা তেজস্বী এক দুপুরে। গাঁয়ের নাম পূর্ব দেবপুর।

কাছের মানুষের নিয়ত অবহেলায়-অবজ্ঞায় আর নাতিদূরের মানুষের ভালোবাসায় তড়তড় করে পার হয়ে গেছে আমার শৈশব ও কৈশোর। স়াকিন কখনও ফেনী, কখনও ঢাকা, কখনও বিদেশ-বিভুঁই। একটা সময় এমন ছিল—যখন নাম-না-জানা অসংখ্য পাখির কূজনে জেগে উঠেছি, কোনও এক রাখালিয়া মাঠে রাখালকবির সাথে হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছি, দু পায়ে রাজ্যের ধুলো নিয়ে মস্ত বড়ো এক মধ্যাহ্নে বুকের মধ্যে উথালপাতাল দুন্দুভি বাজিয়েছে বনকপোতের ডাক। পাখসাটে নেমে আসা সন্ধ্যায় বুকভরা আরও কিছুক্ষণ থাকতে না-পারার অতৃপ্তি নিয়ে ফিরে এসেছি সেই কুঁড়েঘরে। নাছপুকুরে নেমে ঝুপ করে ডুব দিয়ে পেরিয়ে গেছি বহমান সেই সময়।

তেরো বছর বয়সের এক কুয়াশাচ্ছন্ন গোধূলিতে লিখেছিলাম প্রথম কবিতাখানি—আরবী ভাষায়। সব কিছু সমাপতন হয়তো, অথবা অবাংমানসগোচর, নতুবা অবাঞ্চিত। আরবী শায়েরীর হাত ধরেই একদিন শুরু হয়েছিল বাঙলায় কবিতাচর্চা, ফ়ারস়ী-উর্দুতে শায়েরীর মশ্‌ক্ আর ফ়রাসীতে কবিতার অভিজ্ঞা। বাঙলা, আঙরেজী ছাড়াও অনর্গল বলতে পারি হিন্দী, উর্দু, ফ়ারস়ী, আরবী, ডয়েচ, ফ়রাসী। রুশ, চীনা, এসপানিওল, ইবরানীর প্রাতিষ্ঠানিক পড়াশোনা চলছে মাঝে মাঝে। লেকিন বাগ্‌দেবী নেমোস়িনি এখনও প্রসন্ন হয়ে উৎস পান করান নি। তাই সেভাবে বলতে পারি না। ব্রাহ্মী, আভ়েস্তা, পাহলভ়ী, নেওয়ারী, আরামীসহ প্রায় পঞ্চাশেক কোরা ও আনকোরা লিপি লিখতে-পড়তে শিখেছিলাম কৈশোর ও তৎপরবর্তী দুর্দান্ত দিনগুলোতে।

পড়াশোনার ইচ্ছে গোড়াতেই মরে গিয়েছিল। তবুও আম্মিজানের তর্জনীর হেলনে পড়তে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান। পরে জর্মন মুলুকে পড়েছি Biomedizinische Technik ওরফে জৈবদাওয়াই প্রযুক্তি। তা অসমাপ্তই থেকে গেছে। বহু প্রাচীন সে পরিচয়, সেই যে জাদুর মায়ায় আটকে থাকা সময়—ভাষা, কবিতা, গ়জ়ল, শায়েরী, কড়চা, কেচ্ছা আজও ছাড়তে পারি নি। হয়তো পারবও না। কারণ, সে তো মরুতৃষা। কারণ, সে যে বনজ্যোৎস্নার ঘ্রাণ, সে যে চাঁদোয়ার তলে উদাম উঠোনে আমার কেচ্ছাকার দাদুর মায়াবী গল্পের ছটা। এই তো আমার এবড়োথেবড়ো জীবনের একপ্রস্থ বায়নাক্কা।

কাজকর্ম

আষাঢ় ১৪২৪ – ফাল্গুন ১৪২৮  সহকারী পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা
শ্রাবণ ১৪২৯ – আশ্বিন ১৪২৯ সহকারী সম্পাদক, বণিক বার্তা, ঢাকা

শিক্ষাদীক্ষা
শিক্ষকতা
  • ১৪১১-১৪১৮ রসায়ন ও গণিত, ঢাকা
  • ১৪১৬-১৪১৮ আরবী ভাষার প্রশিক্ষণপ্রদান, ঢাকা
  • ১৪১৮-১৪২০ জর্মন ও চীনা ভাষার প্রশিক্ষণপ্রদান, ঢাকা
বক্তৃতা ও আলোচনা
আমাকে নিয়ে প্রতিবেদন
প্রকাশনা
বইপুস্তক